ট্রেন লাইনে ফাটল, বরাত জোরে রক্ষা যাত্রীদের
হাওড়া: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া-আমতা লোকাল। বলা যায়, বরাত জোরেই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিকেল ৪ টে ৪০ এর এই লোকাল ট্রেন।
বুধবার সন্ধ্যা ৬ টা নাগাদ দক্ষিণদাড়ি ও বড়গাছিয়ার মধ্যে ট্রেন লাইনে ফাটল দেখা যায়। যদি কোনও ক্রমে ট্রেন ওই লাইনের ফাটলের উপর দিয়ে যেত, সেক্ষেত্রে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।
অফিস ফেরত টাইম হওয়ায় ট্রেন ছিল অফিস ফেরত যাত্রী বোঝাই। ফলে দুর্ঘটনা ঘটলে ভয়ঙ্কর পরিণতি ভেবে আঁতকে উঠছে অনেকেই।
তবে কীভাবে ট্রেন লাইনে এই ফাটলের সৃষ্টি হল, সে প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, এটা ওয়েল্ডিং ফেলিওর। তেমন বড় কিছু না। এর জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ওই লাইনে ট্রেন চলাচল। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
* ছবি ও তথ্য সূত্রে : কঙ্কন মাজী