নিজের বাড়ি থেকে উদ্ধার ডাক্তারের মৃতদেহ
হাওড়া: বৃহস্পতিবার দাসনগর থানার অন্তর্গত ইছাপুর শিয়ালডাঙ্গা এলাকায় নিজ বাসভবন থেকে উদ্ধার হয় এক ডাক্তারের মৃতদেহ। মৃত ডাক্তারের নাম অমল কৃষ্ণ মান্না। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, দু’দিন ধরে বাবার মৃতদেহ আগলে রেখেছিল তাঁর মেয়ে। দুর্গন্ধ বেরোতে থাকলে এলাকাবাসী দাসনগর থানার পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে তাঁর মেয়ে মানসিক অবসাদগ্রস্ত। তবে কীভাবে মৃত্যু হল ওই ডাক্তারের তা এখনও স্পষ্ট না।
এলাকার বাসিন্দারা জানান, বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন চোখের চিকিৎসক অমল মান্না। বৃহস্পতিবার দুর্গন্ধ ছড়াতে থাকলে খবর দেওয়া হয় পুলিশে। কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
প্রতিবেশীরা জানিয়েছেন, অসুস্থতার কারণে ওই চিকিৎসক বাইরে খাবার কিনতে যেতে পারতেন না। ফলে অভুক্ত অবস্থাতেও মৃত্যু হতে পারে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে দাসনগর থানার পুলিশ।