ফের কালবৈশাখী ঝড়ে মৃত্যু ২ জনের

Loading

ফের কালবৈশাখী ঝড়ে মৃত্যু ২ জনের

হাওড়া: ২৭ মে, বুধবারের কালবৈশাখী ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ৯৬ কিলোমিটার। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জানান, বিহার থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা ছিল। সেটি দক্ষিণবঙ্গের দিকে সরেছে। অক্ষরেখার টানে জলীয় বাষ্প ঢুকেছে এবং বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি করেছে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আগামী কয়েক দিনও এমন পরিস্থিতি চলতে পারে। রাতে রাজ্যের উপকূলবর্তী এলাকায় ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বুধবার ঝড়ে কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ, শরৎ বসু রোড এবং লেক রোডের সংযোগস্থল, বেলেঘাটা মেন রোড, চাউল পট্টি রোড, নারকেলডাঙা মেন রোড, রাজা বসন্ত রায় রোড-সহ কয়েকটি জায়গায় আবার গাছ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।

কাশীপুর রোড এবং চিৎপুর লকগেট উড়ালপুলের সংযোগস্থলে বাতিস্তম্ভও ভেঙে পড়ে। বাসন্তী হাইওয়েতেও গাছ পড়েছে। বসিরহাটের কাছে টাকি রোডে বিদ্যুৎস্তম্ভ ভেঙে পড়েছে। আবার বাড়ির চাল উড়ে যাওয়ায় আশ্রয়হীনও হয়েছেন বহু মানুষ। এছাড়াও বুধবার ঝড়ে রাজ্যে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

হুগলির আরামবাগে গাছ পড়ে বছর ৪০-এর লালমোহন রায়গুপ্ত নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দু’জন আহত হয়েছেন। দুর্গাপুরে বাজ পড়ে এক জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোপাল যাদব, বয়স ৪০ বছর, তাঁর বাড়ি মাধাইপুরে।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: