HS Exam 2021: জেনে নিন কোন কোন বিষয়ে হবে পরীক্ষা
কলকাতা: সব বিষয়ে পরীক্ষা হবে না। করোনা পরিস্থিতি কোনো মতে ঠেলে ঠুলে হচ্ছে উচ্চমাধ্যমিক। এবারে কয়েকটি বিষয় নিয়েই পরীক্ষা হবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, এবার উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগের রসায়ন ও জীববিদ্যা, বাণিজ্য বিভাগের হিসাবশাস্ত্র, অর্থনৈতিক বাণিজ্য, কলা বিভাগের ইতিহাস, ভূগোল, রাষষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির মতো বিষয়গুলি নিয়ে হবে পরীক্ষা। উপরোক্ত বিষয়গুলির উপর ভিত্তি করে হবে পরীক্ষা। বাকি বিষয়গুলির নম্বর দেওয়া হবে স্কুল থেকে। এই বিষয়ে বিস্তারিত মধ্যশিক্ষাপর্ষদ, উচ্চশিক্ষা সংসদ এবং স্কুলশিক্ষা দফতর তৈরি করবে। সুত্রের খবর, এখনো সম্পূর্ণও তালিকা তৈরি হয়নি। কয়েকটি বিষয় জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং বাকি বিষয়গুলি বিষদে জানাবে সংসদ।
৪৪ দিনে সব থেকে কম দৈনিক সংক্রমণ
করোনা পরিস্থিতির জেরে কবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক হবে এই নিয়ে চিন্তায় ভুগছিল পড়ুয়া ও তাদের অভিভাবকরা। অবশেষে চিন্তার অবসান। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, করোনা কমলেই হবে এই দুই পরীক্ষা, চূড়ান্ত সিধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। এরপরই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জুলাইয়ের শেষের দিকে নেওয়া হবে উচ্চমাধ্যমিক এবং অগস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক। দুই পরীক্ষার সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে ৫০ শতাংশ। অর্ধেক হয়েছে প্রশ্নপত্র। মুখ্যমন্ত্রী জানান, আগে যদি ১০টা প্রশ্নের উত্তর দিতে হত, এখন তাহলে ৫টা প্রশ্নের দিতে হবে।
HS Exam 2021

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন