বিরাট খোঁজ, সন্ধান মিলল বিলুপ্ত হলুদ কচ্ছপের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

বিরাট খোঁজ, সন্ধান মিলল বিলুপ্ত হলুদ কচ্ছপের

ওড়িশা: উড়িষ্যার ভুবনেশ্বর থেকে ১৯৬ কিলোমিটার দূরে বালাসর জেলার একটি গ্রামে খোঁজ মিলল এক হলুদ কচ্ছপের। এটি এক প্রকারের বিরল প্রজাতির কচ্ছপ বলেই জানান প্রাণীবিদরা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

উদ্ধার হওয়া কচ্ছপটির খোলস সহ পুরো শরীরটা হলুদ রংয়ের। রবিবার বালাসোর জেলার সুজন পুর গ্রামের বাসিন্দারা কচ্ছপটিকে উদ্ধার করেন এবং বনদপ্তর এর হাতে তুলে দেন।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দ টুইট করেন হলুদ কচ্ছপটি সম্ভবত অ্যালবিনো প্রজাতির। এই ধরনের কয়েক বছর আগে সিন্ধু এলাকার বাসিন্দারা দেখতে পান।

সাথে সাথে তিনি একটি ভিডিও শেয়ার করেন যেখানে কচ্ছপকে দেখা যাচ্ছে এবং উল্লেখ করেন কচ্ছপটির চোখের রং গোলাপি যেটি ইঙ্গিত দেয় যে সে অ্যালবিনো প্রজাতির।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment