‘ভারতীয় হিন্দু হিসেবে গর্ববোধ করি’ ধর্মান্তকরণের ইস্যুতে অর্ণবকে স্পষ্ট জবাব যোগী আদিত্যনাথের !

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

arnab speaks to yogi adityanath

লড়াই ২৪ ডেস্ক: যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশে ধর্মান্তকরণ গ্যাংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন । সম্প্রতি রিপাবলিক টিভিতে অর্ণব গোস্বামী তিনি একটি সাক্ষাৎকার দেন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

রিপাবলিক টিভির সেই সাক্ষাৎকারে অর্ণব গোস্বামী মুখ্যমন্ত্রীক জিজ্ঞাসা করেন যে,ওনার সরকার কি সংখ্যালঘুদের বিরুদ্ধে? পাশাপাশি তিনি এও জিজ্ঞাসা করেন যে, নির্বাচনের আগেই কেন বিজেপি ধর্মান্তকরণের ইস্যু তোলে?

আরও পড়ুন……ভুয়ো ভ্যাকসিনকান্ডে পুলিশের হাতে দেবাঞ্জনের আর এক সহযোগী

যোগী আদিত্যনাথ অর্ণব গোস্বামীর প্রশ্নের জবাবে  বলেন, ‘লাভ জিহাদ’ বিরোধী আইন নির্বাচনের অনেক আগেই লাগু করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, লাভ জিহাদের বিরুদ্ধে আইনের সঙ্গে আগামী বিধানসভা নির্বাচন নিয়ে কোনও সম্পর্ক নেই, আর না আমাদের সরকার কখনও এই আইনের দুর্ব্যবহার করেনি।

 

তিনি বলেন, আইনের ব্যবহার সবসময় দেশ আর রাজ্যের স্বার্থে করা হয়েছে। ধর্মান্তকরণ মামলা দেশের সুরক্ষার সঙ্গে জড়িত। তিনি গাজিয়াবাদের ডাসনায় অবস্থিত শিব-শক্তি ধামে হিন্দুর বেশ ধরে অপরাধীদের ঢোকার প্রসঙ্গও তুলে ধরেন।

 

যোগী বলেন, মৌলানা মহম্মদ উমর গৌতম বাটলা হাউস থেকে গোটা দেশে ধর্মান্তকরণ নেটওয়ার্ক চালাচ্ছিল।ধর্মান্তকরণ করার জন্য বিদেশী ফান্ডেরও ব্যবহার করত তাঁরা। মূক-বধির বাচ্চাদের সফট টারগেট হিসেবে নিশানা করা হত। তিনি আরও বলেন, বাড়ির ভিতরে ঢুকে এঁরা ধর্মান্তকরণ করাত।

arnab speaks to yogi adityanath

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment