উত্তরপ্রদেশ: রাজনৈতিক ব্যাক্তির সমর্থক অনেকেই হয়ে থাকে। তবে এতটা কট্টর সমর্থনের নজির অনেক কম। এক যুবক বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে একটি চিঠি পাঠালেন। চিঠি দেখে অবাক তিনি। কারণ চিঠিটি রক্ত দিয়ে লেখা। সেই চিঠিতে লেখা আছে, ‘মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করবো।’ রীতিমতো হুমকি যুবকের। এই রক্তে লেখা চিঠি ভীষণভাবে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এই গোটা ঘটনার সুত্রপাত গত সপ্তাহে। সোশ্যাল মিডিয়ায় হটাৎই গুজব ছড়িয়ে যায় যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। যথারীতি তথ্যটিকে যাচাই না করেই দলীয় নেতৃত্বের উপর ক্ষোভ উগড়ে দেয় দলে কার্যকর্তারা। মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথই তাদের একমাত্র পছন্দ, এমনটা সাফ জানিয়ে দেন সমর্থকরা।
আজ হচ্ছে না রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের সূচি ঘোষণা
এমতাবস্থায় একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়ে সোনু ঠাকুর নামে এক সমর্থক এবং রক্তে লেখা চিঠি পাঠিয়ে বসেন জে পি নাড্ডার কাছে। তিনি তার চিঠিতে স্পষ্ট ভাবে জানিয়ে দেন, যদি তিনি যোগীজিকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেন, তাহলে তিনি লখনউয়ের বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে আত্মহত্যা করবেন। এছাড়াও তিনি আরও বলেন, তার এই আত্মহত্যার জন্য দায়ী থাকবে রাজ্যস্তরের সমস্ত বিজেপি নেতা।
সোনু ঠাকুর সংবাদমাধ্যমকে জানান, “যোগীজি রাজ্যের প্রতিটি জেলায় পরিদর্শন করে সকলকে করোনা থেকে রক্ষা করেছেন। তিনি মুখ্যমন্ত্রী পদে বসার পর রাজ্যের সমস্ত গুন্ডা, মাফিয়া, দুষ্কৃতীদের শায়েস্তা করেছেন।”
তবে এই যুবককে নিয়ে এরকম ঘটনা নতুন না। এর আগেও যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী হওয়ার খুশিতে তিনি ‘হনুমান চালিশার’ বদলে ‘যোগী চালিশা’ পড়ার আহ্বান দেন।