IBPS Preliminary Result
লড়াই ২৪ ডেস্ক: প্রকাশিত হল আইবিপিএস আরআরবি পরীক্ষার ফল। ক্লার্ক পদে নিয়োগের পরীক্ষার প্রিলিমনারীর ফল প্রকাশ করল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা আইবিপিএস। শুক্রবারই আইবিপিএস-এর অফিশিয়াল ওয়েবসাইট প্রকাশিত হয়েছে পরীক্ষার ফলাফল। জেনে নিন কীভাবে দেখবেন নিজেদের ফলাফল-
আরও পড়ুন………….শিরে সংক্রমণ! একদিনে আক্রান্ত ৪০ হাজারের বেশি
- আইবিপিএস অফিশিয়াল ওয়েবসাইট- ibps.in-এ যান।
- নিজের ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করুন
- অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদে নিয়োগের পরীক্ষার প্রিলিমনারির ফলাফল ভেসে উঠবে।
- এরপর রেসাল্টটি ডাউনলড করুন এবং প্রিন্ট আউট বের করুন।
- আগামী ৯ই সেপ্টেম্বর পর্যন্ত দেখা যাবে এই ফলাফলটি।
IBPS Preliminary Result