Olympics
লড়াই ২৪ ডেস্ক: অলিম্পিক্সের মঞ্ছে ফিরিয়ে আনতে হবে ক্রিকেট। এমনটাই দৃঢ় দাবি ICC-র। যার জন্য ২০২৮ লস অ্যাঞ্জেলেস-এ সংগঠিত হওয়া অলিম্পিক্সকেই পাখির চোখ করছে ICC।
এখনো পর্যন্ত একবার মাত্র অলিম্পিক্সের আসরে দেখা গিয়েছিল ক্রিকেটকে। ১৯০০ সালে প্যারিসের গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট ইভেন্ট।
আরও পড়ুন…………বই প্রেমীদের সুখের দিন! আন্তর্জাতিক বই মেলা হতে চলছে ডিসেম্বরে
তারপর থেকে এক শতাব্দী পেরিয়ে গেলেও অলিম্পিক্সের মাঠে দেখা যায়নি ক্রিকেটের অস্তিত্ব। ICC-এর দাবি মেনে ২০২৮ অলিম্পিক্সের ক্রিকেট ফেরানো হলে ১২৮ বছর বাদ অলিম্পিক্সের মাঠে দেখা মিলবে ব্যাট-বলের।
Olympics