ট্যাবের টাকা পেতে চাইলে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে অ্যাকাউন্ট নম্বর, ঘোষণা রাজ্যের
কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার রাজ্যের সমস্ত স্কুলগুলির মাথায় হাত। কারণ মুখ্যমন্ত্রী তরফের ঘোষণা করা হয়েছে রাজ্যের সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পেতে চাইলে ৭২ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট নম্বর জমা দিতে হবে। আর এই ঘোষণার পরেই রাজ্যের সমস্ত স্কুলের চক্ষু চড়কগাছ। কারণ স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে কখনোই সমস্ত ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট জমা দেওয়া সম্ভব নয়।
স্টেট ফোরাম অফ হেড মাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেসের সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি জানিয়েছেন, রাজ্য স্কুল পরিদর্শক এর তরফ থেকে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে সমস্ত ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্ট সহ আইএফএসসি কোড বাংলা শিক্ষা পোর্টালে জমা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আগামী তিন দিনের মধ্যে সেটা কখনোই সম্ভব নয়, এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, এমনকি অনেকের ব্যাংক একাউন্টের আইএফএসসি কোড এর বদল হয়েছে।
তার সাথে বাংলার শিক্ষা পোর্টাল এর গতি খুবই কম থাকায় আগামী তিন দিনের মধ্যে সমস্ত তথ্য আপলোড করা সম্ভব হবে না। মুখ্যমন্ত্রী সম্প্রতি জানায়, দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাবের বদলে দেওয়া হবে ১০ হাজার টাকা। কারণ ৯.৫ লক্ষ ট্যাব সরবরাহ করার জন্য কোন টেন্ডার দিতে পারেনি সরকার। তাই ট্যাবের বদলে দেয়া হবে টাকা যেটা দিয়ে পড়ুয়ারা নিজেদের পছন্দমতো ট্যাব স্ক্রীন নিতে পারবে।