২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমনের কবলে ৮৪ হাজার, দৈনিক আক্রান্তে বিশ্বরেকর্ড ভারতের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমনের কবলে ৮৪ হাজার, দৈনিক আক্রান্তে বিশ্বরেকর্ড ভারতের

নয়াদিল্লি: দেশে করোনা সংক্রমণের গতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। দৈনিক সংক্রমণের সংখ্যাটা পেরিয়ে গেল ৮০ হাজারের গণ্ডিও। গতকাল অর্থাৎ বুধবার বিশ্বরেকর্ড গড়ে একদিনে সংক্রমিত হলেন প্রায় ৮৪ হাজার মানুষ। এর আগে বিশ্বের কোনও দেশে একদিনে এই পরিমাণ সংক্রমণ হয়নি। সংক্রমণের রেকর্ডের পাশাপাশি উদ্বেগজনক হারে বেড়েছে মৃতের সংখ্যাও।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৩ হাজার ৮৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় ৫ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪০৭ জন।

তবে আক্রান্তের পাশাপাশি সুস্থতার সংখ্যাতেও রেকর্ড করেছে ভারত। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০ হাজারের কাছাকাছি মানুষ। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৭০ হাজার ৪৯৩ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ হাজার ৩৭৬ জন। সংখ্যা বাড়লেও দেশের মৃত্যুহার আরও খানিকটা কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের ইঙ্গিত এদিন রেকর্ড হারে সংক্রমণ বৃদ্ধির কারণ হল, রেকর্ড হারে করোনা পরীক্ষা হওয়া।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment