রাজ্যে ফের করোনার রেকর্ড সংক্রমণ, ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪২
স্বাস্থ্যভবন: ফের রাজ্যে রেকর্ড করোনা আক্রান্ত ধরা পড়ল। অতীতের সব রেকর্ড এবার অনেকটাই পিছনে ফেলে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪২ জন। ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬,১৯০।
অন্যদিকে থেমে না থাকা মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টায় ১০ বেড়ে দাঁড়াল ৬১৬। এর পাশাপাশি রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা জয় করে বাড়ি ফিরলেন ৩৪৫ জন। ফলে এযাবৎ করোনা জয়ীর সংখ্যা দাঁড়াল ১০,৫৩৫। অর্থাৎ রাজ্যে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা হল ৫,০৩৯ জন।
অন্যদিকে আজকের স্বাস্থ্যভবনের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়, তাতে উল্লেখ করা হয় যে , শেষ একদিনে রাজ্যে করোনা পরীক্ষা করা হয়েছে ৯৫৩৭টি। সব মিলিয়ে রাজ্য টেস্টের সংখ্যা দাঁড়াল ৪ লক্ষ ৪৮ হাজার ৭৯৫।