BREAKING: ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৯,২৩৯
নয়াদিল্লি: ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৯,২৩৯। এখনও অবধি ৩০.৪৪ লক্ষের বেশি করোনা আক্রান্তের কেস হয়েছে।
সংক্রমণে মৃত্যু হয়েছে ৯১২ জনের। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৭,৯৮৯ জন। দেশে এখন সুস্থতার হার ৭৪.৮৯ শতাংশ। আর মৃত্যুহার ১.৮৬ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে আজ ২৩ অগস্ট রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০,৪৪,৯৪০। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৬,৭০৬ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ২২,৮০,৫৬৬ জন। ভারতে এখন অ্যাকটিভ কেস ৭,০৭,৬৬৮।
ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দেশে করোনাভাইরাসের সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই মারাঠা প্রদেশে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা সর্বাধিক। মহারাষ্ট্রে এখন আক্রান্তের সংখ্যা সাড়ে ছ’লক্ষেরও বেশি।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬,৫৭,৪৫০ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ২১,৬৯৮ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪,৭০,৮৭৩ জন। মহারাষ্ট্রে এখন অ্যাকটিভ কেস ১,৬৪,৮৭৯।