কয়েকঘন্টার মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিভার, জারি ১৪৪ ধারা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কয়েকঘন্টার মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিভার, জারি ১৪৪ ধারা

তামিলনাড়ু: কিছুদিন আগেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানে বিধস্ত হয়েছিল গোটা পশ্চিমবঙ্গ। তার রেশ কাটতে না কাটতেই ফের এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসতে চলেছে। জানা গিয়েছে, কয়েক ঘন্টার মধ্যেই আছড়ে পড়তে চলেছে এই ঝড়।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, বিকেল ও সন্ধ্যের মধ্যেই তামিলনাড়ু এবং পুদুচেরির দিকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম ‘নিভার’। স্থলভাগে আছড়ে পড়ার সময়ে তার গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইরান।

ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণ রেল বেশ কয়েকটি ট্রেন বাতিল পর্যন্ত করেছে। এছাড়া ৪৯টি বিমানও বাতিল করা হয়েছে। ঝড়ের কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে পুদুচেরিতে।

এই ঘূর্ণিঝড়ের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া, সমুদ্রের নিকটবর্তী এলাকা থেকে সরিয়ে আনা হচ্ছে মানুষজনকে। এই ঝড়ের সঙ্গে মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নানান ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জানা গিয়েছে, এই পরিস্থিতির কারণে ৬ টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকি ঝড়ের পরিস্থিতি সম্পর্কে জানতে তামিলনাড়ু ও পুদুচেরির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও কেন্দ্রের তরফ থেকে সমস্ত রকম সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment