কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের কেন্দ্র ভবানীপুর ছেড়ে নন্দিগ্রামে পাড়ি দিয়েছেন। সেখানে প্রতিপক্ষ তাঁরই দলের প্রাক্তন টিএমসি নেতা শুভেন্দু অধিকারী।
নিজের কেন্দ্র ভবানীপুরে মমতা দাঁড় করিয়েছেন, বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। তবে ভিভিআইপি কেন্দ্রে রুদ্রনীলকে বাজি রেখে বড় খেলায় নেমেছে গেরুয়া শিবির।
বিজেপি শোভনদেবের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে তৃণমূলের প্রাক্তন নেতা রুদ্রনীল ঘোষকে। ভবানীপুরে তাঁকে দাঁড় করিয়ে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি।
রুদ্রনীলের বক্তব্য, তিনি মনপ্রাণ দিয়ে পরিশ্রম করতে চান। ভবানীপুরের সব স্তরের মানুষের সঙ্গে কথা বলে কাজ করতে চান তিনি। দল মনে করেছেন তাঁকে প্রার্থী করবেন তাই এই সুযোগ তিনি পেয়েছেন।
তিনি অভিযোগ করেন তৃণমূলে থেকে তিনি কাজ করতে পারছেন না। তারপরেই ধাপে ধাপে গেরুয়া শিবিরের যোগ দেন রুদ্রনীল। সব মিলিয়ে হাড্ডা হাড্ডি লড়াই, এখন শুধু সময়ের অপেক্ষা। ২ মে’ই বলে দেবে কে জিতবে এই আসনে।