প্রতীকে ছবিপ্রতীকীকলকাতায় ফের ভাঙল বাড়ি, ঘটল মৃত্যুও
বড়বাজার: বেলেঘাটার পর এবার বড়বাজারে ভেঙ্গে পড়ল প্রাচীন বাড়ি। যার ফলে মৃত্যু হয় বিশাল মণ্ডল নামে ১৮ বছর বয়সী এক কিশোরের। কলকাতা পুরসভার ৪২ নং ওয়ার্ড এর অন্তর্গত এই বাড়িটি ২০০৮ সাল থেকেই বিপদজনক বাড়ি হিসেবে পরিচিত।
পাঁচতলা এই বাড়ির একদম উপরের তলাতে রয়েছে একটি বারান্দা সংলগ্ন ঘর।আর ওই ঘরেই ছিল বছর আঠেরোর ওই কিশোর।
স্থানীয় সূত্রে খবর এদিন সন্ধ্যে ৭টা নাগাদ বারান্দা সমেত হুরমুরিয়ে পরে ওই বাড়িটি। এরপর তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এরপরই দ্রুত ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে সিইএসসি। পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বারিতিকে সিল করে দেয়। আর বাকি ভেঙ্গে যাওয়া অংশে সাফাইয়ের কাজ চলছে।
বড়বাজার: বেলেঘাটার পর এবার বড়বাজারে ভেঙ্গে পড়ল প্রাচীন বাড়ি। যার ফলে মৃত্যু হয় বিশাল মণ্ডল নামে ১৮ বছর বয়সী এক কিশোরের। কলকাতা পুরসভার ৪২ নং ওয়ার্ড এর অন্তর্গত এই বাড়িটি ২০০৮ সাল থেকেই বিপদজনক বাড়ি হিসেবে পরিচিত।
পাঁচতলা এই বাড়ির একদম উপরের তলাতে রয়েছে একটি বারান্দা সংলগ্ন ঘর।আর ওই ঘরেই ছিল বছর আঠেরোর ওই কিশোর।
স্থানীয় সূত্রে খবর এদিন সন্ধ্যে ৭টা নাগাদ বারান্দা সমেত হুরমুরিয়ে পরে ওই বাড়িটি। এরপর তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এরপরই দ্রুত ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে সিইএসসি। পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বারিতিকে সিল করে দেয়। আর বাকি ভেঙ্গে যাওয়া অংশে সাফাইয়ের কাজ চলছে।
এই প্রসঙ্গে স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর সুনীতা ঝাওয়ার বলেন যে, এই বাড়িটি অনেকের মালিকাধীন। অনেকবার তাদেরকে বাড়িটি ঠিক করতে বলা হয়েছে। কিন্তু তারা করেননি। আর তাই আজ এমন এক দুঃখজনক ঘটনা ঘটে গেল। অকালেই প্রাণ হারাতে হল এক কিশোরকে