দিল্লি – দিল্লির মসনদে বসার পর থেকেই বাজেট পেশের রীতিনীতিতে নানা বদল এনেছে মোদি সরকার। আরও একবার হাঁটল সেই পথে, এবার বাজেট পেশ হবে কোনও কাগজের নথি ছাড়াই। এতে থাকবে না কেন্দ্রীয় বাজেটের কোনও খুঁটিনাটি ।
বলা হয়েছে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ছাপানো নথির বদলে বাজেটের সফট কপি পাবেন সাংসদরা। ইতিমধ্যে কেন্দ্রের এই সিদ্ধান্তে সংসদের দুই কক্ষের সদস্যরাই সায় দিয়েছেন ।