২ মাসের রান্নার গ্যাস মজুতের নির্দেশ কাশ্মীরে, খালি করা হচ্ছে স্কুল
নয়াদিল্লি: ভারত চীন সীমান্তে উত্তপ্ত ছড়াচ্ছে আরও। এই পরিস্থিতিতে রাজ্যের এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিউটর দের আগামী দুই মাসের জন্য গ্যাস মজুদ করার নির্দেশ দিল জম্বু কাশ্মীর প্রশাসন।
পাশাপাশি সেখানকার ১৬টি স্কুল খালি করে দেওয়া হয়েছে নিরাপত্তা কর্মীদের জন্য। স্থানীয়দের কথায় সরকারের তরফে যে কারনই দেখানো হোক না কেন আগের অভিজ্ঞতা রয়েছে তাঁদের।
এবার বেশ বড় ধরনের কিছু হতে চলেছে তা নিয়ে তাঁরা নিশ্চিত। প্রসাশনের তরফে জানানো হয়েছে ভূমিধস এর কারনে জাতীয় সড়কের ক্ষতি হওয়ার কারনে পণ্য পরিবহন ব্যাবস্থা ব্যাহত হতে পারে সেই জন্য কাশ্মীরে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপগ্রহ চিত্র ও সেনা সূত্রের খবর লাদাখের উপত্যকায় ছড়িয়ে রয়েছে চীনা সেনা। গলওয়ান উপত্যকায় চীনের নতুন পোস্ট নির্মানের ছবি ধরা পড়েছে।