অবশেষে করোনাকে হারিয়ে জয়ী হলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়
কলকাতা: অবশেষে করোনাকে হারিয়ে জয়ী হলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কোভিডমুক্ত হলেন প্রবীণ অভিনেতা।
করোনা পজিটিভ হওয়ার ১৪ দিনের মাথায় ফের তাঁর পরীক্ষা করানো হয়। এরপর তাঁর রিপোর্ট নেগেটিভ আসে।
চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চোখও খুলেছেন। তবে, সৌমিত্রবাবুর সামান্য জ্বর আছে। আশার কথা, ওনার শরীরে ইনফেকশন কমছে।
হাসপাতাল সূত্রে খবর, গত রাতে খুব ভাল ঘুম হয়েছে সৌমিত্র বাবুর। শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ভালোভাবেই কাজ করছে।