ভারত মহাসাগরের বুকে খোঁজ মিলল দানবীয় আরশোলার
নয়াদিল্লি: ভারত মহাসাগরের বুকে দেখা মিলল দানবীয় আকৃতির আরশোলার। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর , রিসার্চ সেন্টার ফর ওশানোগ্রাফি এবং ইন্দোনেশিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এর যৌথ গবেষনায় দীর্ঘ ২ বছরের গবেষণা চালানোর পর দেখা মেলে ১৪ টি পা ওয়ালা এই আরশোলার ।
প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের খুব শীতলতম স্থানে বসবাস ৩৩ থেকে ৫০ সেন্টিমিটার লম্বা দানব। এগুলি দেখে মনে হবে মাথায় হেলমেট লাগানো , সেখানেই থাকে চোখ ।
গবেষকরা জানিয়েছেন, আটলান্টিক মহাসাগরের ৩৩ সেন্টিমিটারের গভীরতায় পাওয়া যাবে এগুলি ।
২০১৮ সালের ইন্দোনেশীয়ার পশ্চিমে জাভা এলাকায় এই প্রাণীর প্রথম দেখা মেলে । এরপর থেকেই এই নিয়ে গবেষণা চালায় বিজ্ঞানীরা।
এর নাম দেওয়া হয়েছে ” বাথিনোমাস রাক্ষসা ” । কাঁকড়া , লবস্টার প্রাণীর সঙ্গে অনেক মিল পাওয়া যায় এই প্রাণীর সঙ্গে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
এ বিষয়ে বায়োডাইভার্সিটি রিসার্চ জার্নাল ” জুকিজ ” এ একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ।