গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩৪০ জন, মৃত ১০
স্বাস্থ্যভবন: দিনের পর দিন রাজ্যের অবস্থা সংকটজনক হতে শুরু করেছে। ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনার শিকার হয়েছেন ৩৪০ জন। ফলে রাজ্যে এ যাবৎ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় সাড়ে ছয় হাজার। থেমে না থাকা মৃতের সংখ্যা ২৪ ঘন্টায় ১০ বেড়ে দাঁড়াল ২৭৩।
তবে, স্বস্তির বার্তা শেষ একদিনে রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭০ জন। ফলে এখনপর্যন্ত রাজ্যে মোট ক্রোনাজয়ীর সংখ্যা দাঁড়াল ২,৫৮০। ফলে রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩,৫৮৩। এছাড়াও জানা যাচ্ছে , শেষ একদিনে রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ৯,৪৯৯ টি।
প্রসঙ্গত , রাজ্যের করোনা আক্রান্তের নিরিখে মহানগরী কলকাতার অবস্থা সবথেকে সংকটজনক। শেষ একদিনে রাজ্যে করোনা আক্রান্তের মধ্যে ৯৯ জনই কলকাতার। সাথে ১০ জন মৃতের মধ্যে ৭ জনই কলকাতার।