কৃষক বিক্ষোভের মধ্যেই চাষির বাড়িতে বাঙালি পদে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কৃষক বিক্ষোভের মধ্যেই চাষির বাড়িতে বাঙালি পদে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের বালিজুড়ি গ্রামে ছাপোষা কৃষক বছর তিরিশের সনাতন সিং৷ তাঁর বাড়িই আজ যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে৷ কারণ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে আসছেন সনাতনের মাটির বাড়িতে৷ রাজ্য সফরে এসে সনাতনের বাড়িতেই আজ মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

দিল্লিতে কৃষক বিক্ষোভের মধ্যেই কৃষকের বাড়িতে অমিত শাহের মধ্যাহ্নভোজও বিশেষ তাৎপর্য্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের৷ বছর তিরিশের যুবক সনাতন বালিজুড়ি গ্রামেই চাষ করে সংসার চালান৷ সনাতন ছাড়াও তাঁর বাড়িতে রয়েছেন স্ত্রী, এক সন্তান, বাবা এবং মা৷ স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তাই গত কয়েকদিন ধরেই নিজেদের মাটির দুই চালার বাড়ি যতটা সম্ভব সাজিয়ে গুছিয়ে রেখেছেন সনাতন এবং তাঁর পরিবার৷ মাটির দেওয়ালের গায়ে সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে৷ লেখা হয়েছে ‘স্বাগতম’

খাঁটি বাঙালি পদেই অমিত শাহের আপ্যায়নের ব্যবস্থা করেছে সনাতনের পরিবার৷ মেনুতে থাকছে ভাত, রুটি, শুক্ত, শাক ভাজা, লাউ দিয়ে মুগের ডাল, তিন রকম ভাজা, ফুলকপির তরকারি, টমেটো খেজুরের চাটনি৷ আর শেষ পাতে থাকছে গুড়ের রসগোল্লা৷ সনাতন জানিয়েছেন আরও পোস্তর বড়া এবং পনিরের দিয়ে আরও একটি পদ তাঁরা করতে চেয়েছিলেন৷ কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্বের পরামর্শেই এত পদ করা হয়নি৷

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে একটি পাকা ঘর তৈরি করেন সনাতন৷ সেখানেই অমিত শাহের জন্য রান্নার আয়োজন করা হয়েছে৷ অমিত শাহ ছাড়াও রাজ্য বিজেপি-র কয়েকজন শীর্ষ নেতা এ দিন সনাতনের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন৷

স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বলে এ দিন সকাল থেকেই সনাতনের বাড়িতে নিরাপত্তার চূড়ান্ত কড়াকড়ি ছিল৷ স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে সনাতনের প্রতিবেশীদের মধ্যেও চূড়ান্ত আগ্রহ তৈরি হয়েছে৷

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment