দেশজুড়ে চলা আর্থিক মন্দার মধ্যে ফের সুখবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক
মুম্বাই: দেশ করোনার প্রকোপে পড়ার আগে থেকেই আর্থিক মন্দা চলছিল। সেই ঘী তে আগুন ঢালল করোনা। আর এরই কারণে দেশে যে আরও তীব্র ভাবে আর্থিকমন্দা শুরু হতে চলেছে তা আগাম পূর্বাভাষ দিয়েছিল অর্থনীতির বিদরা।
এত কিছু সত্ত্বেও করোনা মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন শুরু হতেই একাধিক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সাথে শুনিয়েছে একাধিক সুখবরও।
ফের একবার সুখবর শোনাল আরবিআই। সর্বকালের রেকর্ড বিদেশী মুদ্রার সঞ্চয় ভারতে। এমনটাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২৯ মে শেষ হওয়া সপ্তাহে ভারতে সঞ্চিত বিদেশি মুদ্রার পরিমাণ বেড়েছে ৩৪৩ কোটি ডলার।
অর্থাৎ বৃদ্ধির পরিমাণ প্রায় ২৬ হাজার কোটি টাকা। এখন ভারতের সঞ্চিত বিদেশি মুদ্রার মোট পরিমাণ ৪৯৩৪৮ কোটি ডলার। তার আগের সপ্তাহে বিদেশি মুদ্রার পরিমাণ বেড়েছিল ৩০০ কোটি ডলার। তখন বিদেশি মুদ্রার ভাণ্ডারে ছিল মোট ৪৯০০৪৪ কোটি ডলার।
যা দেশকে করোনা মোকাবিলায় আর্থিক মন্দা থেকে কিছুটা হলেও বাঁচাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।