BREAKING: সাতসকালে মুম্বাইতে বিল্ডিং ভেঙ্গে নিহত ১০
মুম্বাই: করোনা আবহেই ঘটে গেল আরও এক দুর্ঘটনা। সাতসকালে মুম্বাইয়ের নিকটবর্তী ভিওয়ান্দি এলাকায় তিনতলা বিল্ডিং ভেঙ্গে নিহত হয় ১০ জন। এছাড়া প্রায় ২০ জন আটকে পড়েছে বলে অনুমান করা হয়েছে।
জানা গিয়েছে যে, প্যাটেল কমপাউন্ড এলাকার ওই ভেঙ্গে পড়া বিল্ডিং থেকে পঁচিশ জনকে উদ্ধার করা হয়। এছাড়া জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনির (এনডিআরএফ) কর্মকর্তারা যে পাঁচজনকে উদ্ধার করেছিলেন তাঁদের মধ্যে একটি শিশুও আছে।
ভোর ৩ টে ৪০ নাগাদ বিল্ডিংটি ভেঙ্গে পড়ে। বিল্ডিং ভেঙ্গে ,পড়ার আওয়াজে তড়িঘড়ি ছুটে যান স্থানীয়রা। এরপর স্থানীয়রাই কমপক্ষে ২০ জনকে উদ্ধার করেন।
এছাড়া এনডিআরএফ, দমকল বাহিনি এবং পুলিশ দল পুনরায় চেষ্টা চালাচ্ছে ভিতরে আটকে পড়াদের উদ্ধারের জন্য।
ভাওয়ান্দি বিল্ডিং ভেঙ্গে পড়ার ঘটনায় এখনও অবধি দশজন নিহত হয়েছে। জানা গিয়েছে, এই বিল্ডিং টি প্রায় ৪০ বছরের পুরনো এবং এর ভিতর প্রায় ২০ টি পরিবার বসবাস করত।