শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু রাজ্যে, ভয়াবহ হচ্ছে পরিস্থিতি
কলকাতা: এখন রোজই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যাটা ৮০০ পার করছে। রাজ্যে ধীরে ধীরে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে ।
আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যাও বাড়ছে রাজ্যে। যেখানে আজ থেকে এক মাস আগেও রাজ্যে দিনে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যেত, সেখানে গত সাত দিনে গড়ে মারা যাচ্ছেন ২০ জন করে সংখ্যাটা প্রায় বেড়েছে ৪ গুন ।
গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ২৫ জন মারা গেছে এই মারণ ভাইরাসে।
তবে স্বস্তির বিষয় একটাই করোনাকে জয় করে সুস্থ হচ্ছে বহু মানুষ , যেমন সুস্থ হচ্ছে দেশে তেমন সুস্থ হচ্ছে রাজ্যে । দেশে সুস্থ হয়েছেন ৪৫০০০০ এর ও বেশী মানুষ সুস্থতার হার ৬০ শতাংশ। রাজ্যে সুস্থ হয়েছেন ১৫৭০০ জন । রাজ্যে সুস্থতার হার
৬৬ শতাংশ ।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩৮৩৭ জন। এছাড়া মোট অ্যাক্টিভ কেস আছে অর্থাৎ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২৪৩ জন ।