ফের উত্তরপ্রদেশ, প্রেমিকের মদতে সতেরোর তরুণীকে গনধর্ষণ
উত্তরপ্রদেশ: বয়ফ্রেন্ড দেখা করতে চেয়েছিল। কিন্তু, তরুণী তাতে রাজি না হওয়ায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন। আর সেই প্রত্যাখ্যানের মাশুল দিতে হল নিজের জীবন দিয়ে। কয়েক দিন নিখোঁজ থাকার পর বুধবার উত্তরপ্রদেশের বারাবঙ্কি জেলার বছর সতেরোর ওই তরুণীর দেহ মিলল খালের জল থেকে।
পুলিশের প্রাথমিক তদন্ত রিপোর্ট বলছে, ওই তরুণীকে খুন করে খালের জলে ফেলে দেওয়ার আগে গণধর্ষণ করা হয়েছিল। এই গণধর্ষণের ঘটনায় প্রত্যক্ষ ভাবে যুক্ত মেয়েটির প্রেমিক। প্রত্যাখ্যানের জ্বালা মেটাতে অভিযুক্ত তার বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে তরুণীকে ধর্ষণ করে। খুনের পর দেহ লোপাটে তরুণীকে খালের জলে তারা ফেলে দিয়েছিল।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই সম্পর্কে মেয়েটির পরিবারের তরফে আপত্তি ছিল। সেই কারণেই মেয়েটি পিছিয়ে আসে। এরই মধ্যে মেয়ে নিখোঁজ হওয়ায় থানায় একটি মিসিং ডায়েরি করেছিল পরিবার।
আর তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মেয়েটির সম্পর্কের কথা জানতে পারে। তরুণীর বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসাবাদ শুরু করলে, পুলিশি জেরার মুখে সে নিজের অপরাধ স্বীকার করে নেয়।
নির্যাতিতা তরুণীর ভাই জানায়, দিদিকে ওরা গণধর্ষণ করে খালের জলে ফেলে দিয়েছিল। খালে দেহ ভাসছে জানতে পেরে আমরাই পুলিশকে ফোন করেছিলাম। তার পরেই পুলিশ এসে দিদির দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। গণধর্ষণ ছাড়াও তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে।
দিনের পর দিন উত্তরপ্রদেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়তে থাকায় যোগী আদিত্যনাথের নির্দেশে জেলায় জেলায় ‘মিশন শক্তি’র প্রচার শুরু হয়েছে। যোগী সরকারের এই প্রকল্পের উদ্দেশ্য মেয়েদের নিরাপত্তা প্রদান।