বাড়ানো হল রাজ্যের জুনিয়র ডাক্তারদের স্টাইপেন্ড
কলকাতা: করোনা অতিমারীর মধ্যেও অক্লান্ত পরিশ্রম করে চলেছে ডাক্তাররা। এবার সেই জুনিয়র ডাক্তারদের জন্যই রাজ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য করলেন বড় ঘোষণা।
সোমবার বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি জানান, “রাজ্যের করোনা পরিস্থিতিতে প্রথম সারিতে দাঁড়িয়ে যেভাবে অকুতোভয় লড়েছেন জুনিয়র চিকিৎসকরা, তারই প্রাপ্য স্বরূপ তাঁদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্বীকৃতিতে উৎসাহ বাড়বে তাঁদের।”
ইন্টার্ন চিকিৎসকরা আজ পর্যন্ত পেয়ে এসেছেন ২৩ হাজার ৬২৫ টাকা, তা এবার বাড়িয়ে করা হল ২৮ হাজার ৫০ টাকা। তিনি আরও জানান, শুধুমাত্র ইন্টার্নরাই নয় হাউস স্টাফদের ও বাড়ানো হল বেতন।
তাঁরা এতদিন ধরে পেয়ে এসেছেন ৩৮ হাজার ৩৯১ টাকা। সেটি বাড়িয়ে করা হল ৪৩ হাজার ৭৫৮ টাকা। পোষ্ট ডক্টরেট ট্রেনি দের ও বাড়ানো হয়েছে বেতন। আর এতে ১০ হাজার জুনিয়র ডাক্তার উপকৃত হবে বলেও আশা করা হচ্ছে।