বিক্ষোভের বাদই বাড়ানো হল স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

লড়াই ২৪ ডেস্ক: যাত্রীদের কথা মাথায় রেখে করোনা পরিস্থিতিতে চালু হয়েছিল স্টাফ স্পেশাল ট্রেন। এবার সেই সেই স্পেশাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করলো রেল। শিয়ালদহ ডিভিশনের দক্ষিণের বিভিন্ন স্টেশনেই নিত্যযাত্রীদের দাবি, লোকাল ট্রেন পরিষেবাকে স্বাভাবিক অবস্থায় আনতে। রাজ্য সরকার এই বিষয়ে অনুমতি না দেওয়ায় আপাতত যারা স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারছে তাঁদের জন্য বাড়িয়ে দেওয়া হল এই স্পেশাল ট্রেনের সংখ্যা। আপাতত শুধুমাত্র শিয়ালদহ ডিভিশনেই বৃদ্ধি করা হল এই ট্রেনের সংখ্যা।

রেল তরফে জানানো হয়েছে আজ শিয়ালদহ ডিভিশনে ৪০টির বেশি ট্রেন চলবে। সোমবার থেকে ৬০টির বেশি ট্রেন চলবে। রেলের তরফে আরও জানানো হয়েছে, আজ শিয়ালদহ ডিভিশনে চালানো হবে মোট ২৯০টি ট্রেন। সোমবার থেকে তা বাড়িয়ে সাড়ে তিনশো ট্রেন চলবে এই ডিভিশনে। ট্রেন বৃদ্ধির মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ করা ও যাত্রীদের দুর্ভোগ কমাতে এই সিধান্ত নিয়েছে রেল।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আরও পড়ুন…প্রবল বৃষ্টির কারণে ধস দার্জিলিংগামী জাতীয় সড়কে

গত কয়েকদিন ধরেই শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখায় শুরু হয়েছে বিক্ষোভ প্রদর্শন। লোকাল ট্রেন বন্ধ থাকায় নিত্যযাত্রীরা ক্ষোভে ফেটে পড়ছে। সেই জন্য সোনারপুর, মল্লিকপুর, চম্পাহাটি, ঘুটিয়ারি শরিফ, বেতবেড়িয়া স্টেশনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে খুব শীঘ্রই আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। সেই কারণে এখন লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক ভাবে চালু করা যাবে না। এই পরিস্থিতিতে একটি প্রশ্ন রাজ্যের সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে তুলছে তা হল, কবে থেকে স্বাভাবিক অবস্থায় ফিরবে লোকাল ট্রেন? উল্লেখ্য, এখন এই স্পেশাল ট্রেনে বিশেষ কিছু পেশার লোককেই ওঠার অনুমতি দেওয়া হয়েছে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment