নয়াদিল্লি – আজ নয়াদিল্লিতে বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা এই দুই দেশের মধ্যে। দুই বছর পর বৈঠকে বসছে এই দুই দেশ,২০১৮ সালের অগাষ্ট মাসে শেষবারের মত বৈঠক হয়েছিল।
বার্ষিক আলোচনায় অংশ নিতে সোমবারই নয়াদিল্লি পৌঁছেছেন পাকিস্তানের সাত সদস্যের দল। পাক সিন্ধু কমিশনার সৈয়দ মহম্মদ মেহের আলির নেতৃত্বে এই টিম এসে পৌঁছেছে ভারতে। আজই বৈঠকে বসবেন ভারতীয় প্রতিনিধি ও পাকিস্তানের সিন্ধু কমিশনের বিশেষ টিম।
উল্লেখ্য, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর এই প্রথম মুখোমুখি বৈঠকে বসছে দুই দেশ। সিন্ধু জলবন্টন চুক্তি অনুযায়ী প্রতি বছর এই বৈঠক হওয়ার কথা। একবার ভারতে, একবার পাকিস্তানে এই হিসেবে বৈঠকে বসার কথা দুই দেশের। ভারতীয় সিন্ধু কমিশনের টিমকে নেতৃত্ব দেবেন পি কে সাক্সেনা। বৈঠক শুরুর আগে পি কে সাক্সেনা বলেন ভারত এই চুক্তি ও বৈঠকের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সমাধানের পথ খুঁজবে। সুষ্ঠু ও নিরপেক্ষ বাতাবরণে যাতে বৈঠক হয়, তার জন্য সচেষ্ট নয়াদিল্লি।