নয়াদিল্লি: ৪ মাসে এক কোটি করোনা টেস্ট করা সম্পন্ন হলো দেশে। বর্তমানে দেশে করোনা টেস্ট এর সংখ্যা দাঁড়াল ১ কোটি ৪ লক্ষ এরও বেশি।
ইতিমধ্যেই দেশে করোনা সংক্রমণ এর সংখ্যা সাড়ে সাত লক্ষের বেশি ছাড়িয়েছে । প্রথম দিকে কম টেস্ট হওয়ায় একদিনে দেশে ১০০০ জন সংক্রমণ ধরা পড়ছিল। এখন সেই সংখ্যা বেড়ে দাড়িয়েছে প্রায় ২৫০০০। অর্থাৎ দিনে প্রায় ২৫০০০ জন দেশে সংক্রমিত হচ্ছেন যা অত্যন্ত খারাপ পরিস্থিতি বলে মানছেন বিশেষজ্ঞরা।
বিভিন্ন বিশেষজ্ঞরা বলতে শুরু করেছে করোনা টিকা যদি আগামী বছর না বাজারে আসে, অর্থাৎ সাধারণ মানুষ যদি টিকা না পান। তাহলে আগামী বছর ফেব্রু়ারির শেষ দিকে ভারতে দিনে প্রায় ২ .৫ লক্ষ লোক করোনা ভাইরাসে আক্রান্ত হবেন । দেশ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে ।