দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষ, ভয়াবহ সংক্রমণ
নয়াদিল্লি: দেশে ফের করোনার ভয়াল সংক্রমণ। ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হলেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। মৃত্যু হয়েছে ২,৬২৪ জনের।
গত ২৪-ঘণ্টায় হাসপাতালে সুস্থ হয়ে উঠেছে ওমন মানুষের সংখ্যা ২ লক্ষ ১৯ হাজার ৮৩৮ জন।
তথ্য বলছে, কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪ জন। বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০ জন।
অন্যদিকে মে মাসের মাঝামাঝি দেশে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নেবে। সেই সময় দিনে ৩৩-৩৫ লক্ষ মানুষ আক্রান্ত হবেন , এমনটাই আশঙ্কা আইআইটি-র বিজ্ঞানীদের। তবে মাসের শেষের দিক থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন তাঁরা৷
বর্তমানে আমেরিকার থেকে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস৷ পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে৷