২৪ ঘন্টায় দেশে আবারও রেকর্ড সংক্রমণ, আক্রান্ত প্রায় ১৬,০০০
নয়াদিল্লি: করোনা সংক্রমণ দেশে ফের নজির গড়ল। দেশে করোনা আক্রান্ত ও মৃতের পারদমাত্রা ক্রমশ বেড়েই চলেছে। একের পর এক রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী।
সেই মত গত ২৪ ঘন্টায় দেশে করোনার মারন থাবার শিকার হয়েছেন ১৫,৯৬৮ জন। যা এযাবৎ সর্বাধিক। ফলে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৫৬,১৮৩।
অন্যদিকে থেমে না থাকা মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টায় ৪৬৫ বেড়ে দাঁড়াল ১৪,৪৭৬। তবে স্বস্তির বার্তা দেশে সুস্থতার হার অনেকটাই বেশি। গত ২৪ ঘন্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজারের বেশি। ফলে এযাবৎ দেশে করোনা জয়ীর সংখ্যা দাঁড়াল ২,৫৮,৬৮৫। ফলে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা রইল ১,৮৩,০২২।
অন্যদিকে দেশে আক্রান্তের নিরিখে একেবারে শীর্ষে এখনপর্যন্ত মহারাষ্ট্রই। মারাঠীদের এই রাজ্যে এই পর্যন্ত করোনা ধরা পড়ে ১,৩৯,০১০।