নয়াদিল্লি: দ্রুত সংক্রমণের ক্ষেত্রে আমেরিকা, ব্রাজিলকে টপকে গেল ভারত। সক্রিয় আক্রান্তের ক্ষেত্রেও দ্বিতীয় স্থানে রয়েছে দেশ।
দ্বিগুণ সংক্রমণের হারের ক্ষেত্রে আমেরিকা, ব্রাজিলকে পিছনে ফেলে দিয়েছে ভারত। আমেরিকা এবং ব্রাজিলে যেখানে ডাবলিং রেট যথাক্রমে প্রায় ৬০ এবং ৩৫ দিন, ভারতে সেই হার অনেক দ্রুত।
অন্যদিকে ভারতে বাড়ছে করোনার টেস্টও। তবে কেন সংক্রমণ এমন আচমকা বাড়ছে, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থায় করোনা কতটা কাবু হচ্ছে, ইত্যাদি জানতে বিশেষ উদ্যোগ নিচ্ছে কেন্দ্র।
গত চারদিন পরপর ছ’ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় গড়ে ১৬ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা হচ্ছে। সুস্থ হয়ে ওঠার হারও পৌঁছেছে ৬৮ শতাংশে। মৃত্যু হার মাত্র ২.০৫ শতাংশ।