টিকাকরণের দৌড়ে আমেরিকাকে পিছনে ফেলল ভারত, রইল বিস্তারিত তথ্য

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

India overtakes USA in vaccination cases

লড়াই ২৮ ডেস্ক :কোভিড আতঙ্কে যখন সারা দেশ জেরবার, তখন সামনে এল নতুন এক তথ্য| এখন পর্যন্ত ভারতে ৩২.৩৬ কোটি জনগনের টিকাকরণ সম্পন্ন  হয়েছে | আমেরিকায় টিকা পেয়েছে ৩২.৩৩ কোটি|অর্থাৎ এই দৌড়ে ভারত কিছুটা এগিয়ে |

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

*নীচে রইল বিস্তারিত তথ্য:

১/১০ গত ২৪ ঘন্টায় ভারতে ৪৬,১৪৮ টি নতুন কোভিড কেস নথিভুক্ত হয়েছে  ,মারা গিয়েছেন ৯৭৯ জন |এখন পর্যন্ত সবমিলিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা ৩,০২,৭৯,৩৩১ এবং প্রাণ হারিয়েছেন ৩.৯৬ লক্ষ| ডাক্তার,স্বাস্থ্য়কর্মীদের অনেক লড়াইয়ের পর গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনে সংক্রমিতের সংখ্যা কিছুটা কমেছে |

২/১০ ভারতে এখনও প্রায় ৫.৬ শতাংশ প্রাপ্তবয়স্করা ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছে| রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় মোট জনসংখ্যার ৪০ শতাংশ ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছে|

৩/১০ টিকাকরণের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করার পর গত এক সপ্তাহে ভারতে ৩ কোটি ৯১ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে | স্বাস্থ্য়মন্ত্রক এক টুইট বার্তায় জানিয়েছে , টিকাকরণের পরিসংখ্যার এই মাইলফলক কানাডা ,মালেশিয়া ,সৌদি আরবের জনসংখ্যাকে ছাপিয়ে গিয়েছে |টিকাকরণের সংখ্যার ক্রমবর্ধমান  উন্নতি দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তুষ্টি প্রকাশ করেছেন |

৪/১০ বর্তমানে মোট  আক্রান্তের মধ্যে ১.৮৯  শতাংশ সক্রিয় আক্রান্ত | সরকার কতৃক জানানো হয়েছে , প্রতিদিন আক্রান্তের থেকে প্রতিদিন সেরে ওঠা মানুষের সংখ্যা বেশি | আজ সকালে দৈনিক পজিটিভ কেসের হার দাঁড়িয়েছে ২.৯৪ শতাংশে,  যা টানা ২১ দিনের পরিসংখ্যানের ৫ শতাংশেরও কম ।

৫/১০ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে টুইট করেছেন,”ভারতের টিকাদান অভিযান দারুন  গতিতে চলছে| যারা এই প্রচেষ্টা চালাচ্ছেন তাদের সবাইকে অভিনন্দন। আমাদের প্রতিশ্রুতি সকলের জন্য ভ্যাকসিন,বিনামূল্যে ভ্যাকসিন|

৬/১০  ডেল্টা প্লাস ভেরিয়েন্টটি বেশি সংক্রামক বলে মনে করা হচ্ছে | সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে বারোটি দেশে এটির খোঁজ মিলেছে । আমাদের দেশে বিচ্ছিন্ন ভাবে কয়েকটি জায়গায় এই ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে ।

৭/১০ দেশের বিপুল জনসংখ্যার টিকাকরণ নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করার পর সরকার কর্তৃক আদালতকে জানানো হয়েছে যে ,তারা এই বছরের  শেষে  প্রায় ১৮৮ কোটি ডোজ ভ্যাকসিন প্রাপ্তবয়স্কদের দিতে পারবে বলে আশা রাখছে ।

৮/১০ প্রধানমন্ত্রী  রবিবার তাঁর রেডিও অনুষ্ঠান “মন কি বাত” এ  লোকদের ভ্যাকসিন দ্বিধা কাটিয়ে ওঠার আবেদন  জানিয়েছেন।  প্রধানমন্ত্রী বলেন, “আমার মা প্রায় শতাধিক বছর বয়সী, তিনি দুটি ভ্যাকসিনও নিয়েছেন। দয়া করে ভ্যাকসিন সম্পর্কিত কোনও গুজব বিশ্বাস করবেন না|

৯/১০ লিঙ্গ ব্যবধান – ভারতের টিকা অভিযান আরও একটি সমস্যার  মুখোমুখি হয়েছে ।এখনে ৫৪ শতাংশ পুরুষ ও ৪৬ শতাংশ মহিলা ভ্যাকসিন নিয়েছে | অর্থাৎ  শতাংশের ব্যবধান। ন্যশনাল এক্সপার্ট গ্রুপের চেয়ারপার্সন ডাঃ ভি কে পাল বলেছেন,আগামী দিনগুলিতে এই  লিঙ্গ ভারসাম্য সংশোধন করা প্রয়োজন |

১০/১০ রবিবার তৃতীয় দিনেই  দিল্লিতে একশোটিরও কম কোভিড কেস নথিভুক্ত হয়েছে । রাজধানী ধীরে ধীরে আনলক করা হচ্ছে। আজ থেকে জিম এবং যোগব্যায়াম কেন্দ্রগুলিকে ৫০ শতাংশ লোক নিয়ে পুনরায় খোলার অনুমুতি দেওয়া হয়েছে। পঞ্চাশ জন লোক নিয়ে বিবাহ অনুষ্ঠান করা যাবে বলে জানানো হয়েছে।

India overtakes USA in vaccination cases

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment