Corona Case Updates
দিল্লি: বিগত কদিনে দেশে অনেকটাই কমেছে করোনা সংক্রমণ। যেখান এপ্রিল মাসে এই সংক্রমণ আকাশচুম্বী হয়ে পড়েছিল, তা এখন বেশ নিম্নগামী। তবে মঙ্গলবারের তুলনায় বুধবার সংক্রমণ খানিকটা বেশি। স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ২২৪ জন। একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা ২৫৮২ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে ১ লাখ ৭ হাজার ৬২৮ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, ২ কোটি ৯৬ লক্ষ ৩৩ হাজার ১০৫ জন। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮৩ লক্ষ ৮৮ হাজার ১০০ জন। মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৭৯ হাজার ৫৭৩ জন। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮ লাখ ৬৫ হাজার ৪৩২ জন। দেশে এতদিনে মোট টিকাকরণের সংখ্যা ২৬ কোটি ১৯ লক্ষ ৭২ হাজার ১৪ জন।
আরও পড়ুন…….টাকি ভ্রমণ, কম খরচে
গ্রামীণ এলাকাগুলির জন্য টিকাকরণ ব্যবস্থায় পরিবর্তন আনলো কেন্দ্র সরকার। আর আগে থেকে প্রয়োজন নেই রেজিস্ট্রেশনের। এতদিন টিকা নিতে যাওয়ার আগে অনলাইনে অর্থাৎ কেন্দ্রের Co-Win অ্যাপে আগে থেকে অনলাইন রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক ছিল। কিন্তু দেশের বহু জায়গায় ইন্টারনেট ব্যাবহারের সুযোগ সুবিধা সঠিক ভাবে না থাকায় এই সমস্যায় পড়ছেন বহু মানুষ। আর সেই কারণেই এই নিয়ম বদল আনলো কেন্দ্র।
কেন্দ্রের পক্ষে আরও বলা হয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাঁদের প্রয়োজন হবে না কোনো রকম রেজিস্ট্রেশনের। সরাসরি টিকা কেন্দ্রে গিয়েই তারা টিকা নিয়ে চলে আসতে পারবে।