৬৬টি দিন পর সংক্রমণ ১ লাখের নীচে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

দিল্লি: করোনার দ্বিতীয় ঢেউ খুব শীঘ্রই কাটিয়ে উঠতে চলেছে দেশ। নিম্নমুখী গতিবেগ ধারণ করেছে দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪৯৮ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮২ হাজার ২৮২ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ১২৩ জনের। সোমবার দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৬৩৬ জন। মৃত্যু হয় ২৪২৭ জনের।

অন্যদিকে এখনো পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৩ জন। এর মধ্যে আবার সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৭৩ লক্ষ ৪১ হাজার ৪৬২ জন। দেশে করোনার জেরে এতদিনে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯ জন। বর্তমানে দেশে অ্যাক্টিভ করোনা কেসের সংখ্যা ১৩ লক্ষ ৩ হাজার ৩০৯ জন। করোনা প্রতিরোধে মূল ঔষধ টিকাকরণ। দেশে এখনো অবধি ভ্যাকসিন পেয়েছেন ২৩ কোটি ৬১ লক্ষ ৯৮ হাজার ৭২৬ জন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আরও পড়ুন…রাজধানীতে বাড়ছে লকডাউন, তবে মেট্রো চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিধিনিষেধ, লকডাউন এবং মাস্ক পরা ও করোনা বিধি মানার ফলে দেশে ঠেকানো গেছে দ্বিতীয় ঢেউকে। তবে সংক্রমণ কমছে দেখে বিধিনিষেধ ও করোনাবিধির রাশ আলগা করলে চলবে না। বরং জোরকদমে শুরু করতে হবে টিকাকরণ।

তবে দেশের বহু শহরেই হালকা হয়েছে বিধিনিষেধ। কোথাও কোথাও আবার শুরু হয়ে গেছে আনলক পর্ব। তবে মাস্ক পরা ও করোনাবিধি মানা বন্ধ করলে চলবে না। সঠিক করোনাবিধি নিষেধের মধ্যে থাকলেই ঠেকানো যাবে করোনা তৃতীয় ঢেউকে।

অন্যদিকে, জাতির উদ্দেশ্যে গতকাল বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন করোনা টিকাকরণ নীতিতে আমূল পরিবর্তনের কথা। সমস্ত রাজ্যকে টিকা কিনে বিনামূল্যে সরবরাহ করবে কেন্দ্র। তিনি জানান, ২১-এ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে ১৮-এর ঊর্ধ্ব সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment