বিশ্বের কোভিড তালিকায় ইতালিকে টপকে ছ’নম্বরে ভারত
নয়াদিল্লি: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক গতিতে বেড়ে চলেছে। শুক্রবার সারাদিনের পর ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৩৫ হাজার ৭৬৯ জন। এদিকে ইতালির আক্রান্তের সংখ্যা হল ২ লক্ষ ৩৪ হাজার ৭৭০ জন।
ফলে ইতালিকে টপকে ভারত বিশ্বের কোভিড তালিকায় উঠে এল ছ’নম্বরে। এমনই তথ্য পেশ করেছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়।
সাথে এও জানানো হয়েছে যে, শুক্রবার মধ্যরাত পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা ৬,৬৪১। তাই মৃতের সংখ্যার বিচারে ভারত বিশ্বের দেশগুলির মধ্যে ১২ নম্বরে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তরফে এও জানানো হয় যে, ভারতে ভারতে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও ১ লাখ ১২ হাজার ছাড়িয়ে গিয়েছে। কিন্তু এখনও ১ লাখের বেশি মানুষ অ্যাকটিভ রয়েছেন।
উল্লেখ্য, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এমন হুহু করে বেড়ে চলার কারণ হতে পারে ১ মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করার অনুমতি। কারণ ১ মে পর্যন্ত বাড়িতের ৯ টি রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল হাজার। কিন্তু তার পর সেই সংখ্যা এখন বর্তমানে প্রায় ১৯ টি রাজ্যে।