নয়াদিল্লি: ধীরে ধীরে খুলে যাচ্ছে রেস্তোরাঁ, শপিং মল। আগামী ৮ জুনের পর থেকে শপিং মল, রেস্তোরাঁ খোলার ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। তবে কন্টেইনমেন্ট জোন বা সিল এলাকায় কোনও মল বা রেস্তোরাঁ খোলা চলবে না বলে জানানো হয়েছে।
দেশের মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই কারণেই এবারের লকডাউনের নাম দেওয়া হয়েছে, ‘Unlock 1.0’।
তবে শপিং মল ও হোটেল খোলা হলেও অবশ্যই সেখানে সমস্ত নিয়ম মানতে হবে। সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে বলা হয়েছে রাজ্যের নির্দেশিকাতে।
এর আগে যেসব ক্ষেত্রে বিধি নিষেধ ছিল, এবার কনটেনমেন্ট জোনের বাইরে সেগুলি সবই চালু করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের জারি করা নিয়মের ভিত্তিতে সব কিছু চালু হবে।