দিল্লি: গত সোমবারই দেশে নিষিদ্ধ হয়েছে জনপ্রিয় টিকটক অ্যাপ সহ ৫৯ টি চিনা
অ্যাপ। তারপরই থেকেই টিকটক প্রেমীদের নজর যায় দেশীয় টিকটকের বিকল্প অ্যাপ Mitron অ্যাপের দিকে।
গত এপ্রিলেই দেশে লঞ্চ হয়েছিল Mitron অ্যাপ। শুরুতে নানান নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল এই অ্যাপকে। পরে অবশ্য নতুন কিছু নিজস্বতা নিয়ে ফের আবির্ভাব হয়েছিল এই অ্যাপের। তবে টিকটকের জনপ্রিয়তার Mitron অ্যাপের চিড়ে ভেজেনি। শুরুতে এই অ্যাপের রেটিং ছিল ৩.৭ এবং ১ মিলিয়ন ডাউনলোড।
তবে দিনকয়েকের মধ্যেই এই অ্যাপের জনপ্রিয়তা পৌঁছে যায় শিখরে। এখনো পর্যন্ত এই অ্যাপের রেটিং ও ডাউনলোড বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৪.৫ ও ১.৭ মিলিয়ন।
প্রসঙ্গত, ইন্দো-চায়না সীমান্ত সংঘর্ষের আবহে ভারতীয় সার্বভৌমত্ব, প্রতিরক্ষা, ব্যক্তিগত তথ্যের পাচার ও নিরাপত্তার কারণ দেখিয়ে , কেন্দ্রীয় সরকার টিকটিক সহ ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে।
যদিও দেশে টিকটকের সিইও মোহিত গান্ধী জানান, তারা তৈরি ভারত সরকারের কাছে গিয়ে তথ্যের অপব্যবহার ও পাচার না হওয়ার বিষয়টি তুলে ধরতে।
অন্যদিকে চিনের বিদেশ মন্ত্রকের তরফেও এদিন জানানো হয়, ভারত-চিন সম্পর্কের মধ্যে কৃত্রিম বাধা তৈরি হলে তাতে ক্ষতি হবে ভারতেরই।