জম্মু আকাশে ফের ড্রোনের হদিশ, কোনো নতুন ষড়যন্ত্র কী পাকিস্তানের?

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Drone at jammu arnia sector

লড়াই ২৪ ডেস্ক: জম্মুর আকাশে ফের ড্রোনের হদিশ মিলল। শুক্রবার ভোরবেলা ভারত-পাক সীমান্তের কাছে জম্মুর আরনিয়া সেক্টরের জবওয়াল গ্রামে সন্দেহভাজন পাকিস্তানি ড্রোনটি নজরে আসে। যা দেখা মাত্রই গুলি ছোঁড়ে বিএসএফ জওয়ানরা। যা জেরে সীমান্ত পার করে পালিয়ে যায় ড্রোনটি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

বিএসএফ সূত্র মারফত খবর, কোয়াডকোপ্টারটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছে। সম্ভবত, তার উদ্দেশ্য ছিল নজরদারী করা। কিন্তু জওয়ানদের গুলিতে সেটিকে পালিয়ে যেতে হয় পাকিস্তানে।

আরও পড়ুন…ফের একবার কাটমানি নিয়ে তোলপাড় বর্ধমান

তবে ড্রোনটি কোন উদ্দেশ্যে ওড়ানো হয়েছিল তা নিয়ে শুরু হয়ে গিয়েছে তদন্ত। ড্রোন মাধ্যমে কোনো অস্ত্র বা মাদক পাচার চলছিল কি না তাও খতিয়ে দেখছে বিএসএফ। তবে তাঁদের ধারণা শুধুমাত্র গুপ্তচরবৃত্তির কাজেই ড্রোনটিকে এপারে পাঠানো হয়েছিল।

গত শনিবার থেকেই শুরু হয়েছে এই ড্রোন কান্ড। গত শনিবার ড্রোন মাধ্যমে সীমান্ত এলাকায় দুটি বিস্ফোরণ ঘটানো হয়। নিরপত্তা বাহিনীর অনুমান তা লস্কর জঙ্গিদেরই কাজ ছিল। আবার সোমবার কালচুক ও কুঞ্জওয়ানিতে ড্রোনের বিচরণ দেখা যায় আকাশে। তারপর থেকেই বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment