তালিবান-আফাগান সংঘর্ষে উত্তপ্ত কান্দাহার, ৫০ জন কূটনীতিককে দেশে ফেরাল নয়াদিল্লি

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

taliban afghan

লড়াই ২৪ ডেস্ক: মার্কিন সেনা আফগান ছাড়তে না ছাড়তেই তালিবান জঙ্গির আক্রমণে পড়ে আফগানিস্তান। ইতিমধ্যে তালিবান জঙ্গিদের দাবি, তারা দেশের ৮৫ শতাংশ দখল করে নিয়েছে। এই আবহে কান্দাহারে ক্রমেই সংঘর্ষ বাড়ছে তালিবানি ও আফগানিদের মধ্যে। এই পরিস্থিতিতে সেই দেশ থেকে ৫০ ভারতীয় কূটনীতিককে দেশে ফেরাল ভারত।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আরও পড়ুন…দেশে নিম্নগামী করোনা সংক্রমণ

কয়েকদিন আগেই তালিবানরা কান্দাহারের ১৩ টি জেলা নিজেদের দখলে আনে। তালিবানদের হাত থেকে বাঁচতে ৩০০-এর বেশি আফগানি সেনা সীমান্ত পার করে শরণ নেয় তাজিকিস্তানে। এই পরিস্থিতিতে পুরো কান্দাহার নিজেদের দখলে আনতে মরিয়া হয়ে পড়ে তালিবান জঙ্গিরা। সেই সময় বিদেশ সচিব হর্ষ শ্রীংলা দাবি করেছিলেন ভারত আফগানিস্তান থেকে কূটনীতিকদের ফেরাবে না। তবে এবার সেই বক্তব্যের চারদিনের মাথায় শনিবারেই ৫০ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনল নয়া দিল্লি। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখেই ভারতীয় কূটনীতিকদের সুরক্ষিত রাখার লক্ষ্যেই এই সিধান্ত।

জানা গিয়েছে, আফগানিস্তানে আপাতত বন্ধ ভারতীয় দূতাবাস। সেখানে নিযুক্ত কূটনীতিক, সহকর্মী এবং আইটিবিপি জওয়ানদের দিল্লিতে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। দক্ষিণ কান্দাহার ও হেলমন্দের কাছে প্রচুর লস্কর জঙ্গি থাকার কারণে এই সিধান্ত নিয়েছে ভারত। আফগান নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, বর্তমানে তালিবানদের সঙ্গে মিলেছে ৭০০০ লস্কর জঙ্গি।

কান্দাহারের আশেপাশের সাতটি জেলা দখলের পর শুক্রবার কান্দাহার শহরে ঢুকেছে তালিবানরা। এরপর শনিবার আফগান সেনার সঙ্গে তুমুল সংঘর্ষ চলে যাতে তালিবানদের ৭০ জন জঙ্গি মারা যায়।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment