নয়াদিল্লি : করোনা পরবর্তী সময়ে পরিবর্তন আসতে চলেছে ভারতীয় রেলে । ট্রেনের দরজা, জানালা ,ট্যাপ কল, সিট সবেতেই হচ্ছে নিয়মের বদল । রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই বদল করা হয়েছে সব ।
জানালা দরজার ছিটকিনিতে থাকবে তামার প্রলেপ । বাথরুমগুলির কলগুলি হবে ফুট অপারেটর । বাইরের বেসিনগুলিও হবে ফুট অপারেটর । বাতানুকূল কামরা গুলিতে থাকবে প্লাজমা এয়ার ।কাপুর থালার কারখানায় এই কোচ গুলি তৈরি হচ্ছে ।
রেল মন্ত্রী পীযুষ গয়াল এ বিষয়ে টুইট করে বলেন নয়া কোচ গুলিতে প্লাজমা এয়ার পিউরিফিকেশন । টাইটেনিয়াম ডি অক্সাইড এর আস্তরণ। রেলের রেলের বক্তব্য তামা ভাইরাস নাশ করে, তাই দরজা জানালার হাতলে তামার প্রলেপ ব্যাবহার করা হচ্ছে ।
এরপরেও ট্রেনের মধ্যে যাত্রীদের সুরক্ষার জন্য ব্যাবহার করতে হবে মাস্ক । মানতে হবে কোভিডের সমস্ত নিয়ম ।বসার ক্ষেত্রেও নিয়ম থাকবে ।