ভাগ্য খুলবে দেড় লাখের, Indian Railway-তে চাকরির সুযোগ হাজির

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Indian Railway  jobs

লড়াই ২৪ : রেলের চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। আরআরবি এনটিপিসি সিবিটি-২-এর দিনক্ষণ ঘোষণা করল। ২০২২ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখে তা প্রকাশিত হতে পারে বলে জানানো হয়েছে। এবার তার পরের ধাপ কবে নেওয়া হবে, তা-ও ঘোষণা করা হল। ২০২২ সালের ১৪-১৮ তারিখ সেই পরীক্ষা (RRB NTPC 2021 CBT 2) নেওয়া হতে পারে। এমনই পরিকল্পনা করেছে রেল।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সরকারি ওয়েবসাইটে এ ব্যাপারে তথ্য পাওয়া যাবে। সরকারি ওয়েবসাইট হল rrbcdg.gov.in। সেখানে পরের পরীক্ষা কবে নেওয়া হবে, সে ব্য়াপারে জানিয়ে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে, দু’টি পরীক্ষার মধ্যে মাস খানেক সময় পাওয়া যাচ্ছে।

আরআরবি ১৬-২৩ আগস্ট এনটিপিসি ২০২১ সিবিটি-১ এর আনসার কি প্রকাশ করেছিল। যাঁরা এই ধাপ পার করতে পারবেন, তাঁরা পরের ধাপ মানে এনটিপিসি সিবিটি-২ ((RRB NTPC 2021 CBT 2)) পরীক্ষা দিতে পারবেন।

এক কোটির বেশি আবেদন এই পরীক্ষায় এক কোটির বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। সেখানে শূন্যপদ রয়েছে ৩৫,২৮১টি। রয়েছে টাইমকিপার, ট্রেন ক্লার্ক, টিকিট ক্লার্ক, ক্লার্ক-কাম-টাইপিস্টের মতো পদ। আরও বেশ কয়েকটি পদ রয়েছে।

উল্লেখ্য, পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এর জন্য অপেক্ষা করছিলেন। দীর্ঘ সময় পর ফল না প্রকাশিত হওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

Indian Railway  jobs

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment