৩৯টি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের
নয়াদিল্লি: করোনা ভাইরাসের ফলে স্তব্ধ মানব জীবন। লোকাল ট্রেন মার্চ মাসের শেষ দিক থেকে বন্ধ। সাধারণ মানুষ লোকাল ট্রেনে উঠতে পারছেন না। তবে, বুধবার রেলওয়ে বোর্ড উনচল্লিশ টি স্পেশাল ট্রেন চালানোর অনুমোদন দিল।
নিউ নর্ম্যালে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রেল ৷ ভারতীয় রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এই উৎসবের মরশুমে তারা ৩৯ টি নতুন স্পেশাল ট্রেন চালাবে। উৎসবের মরশুমে আরও বেশি করে যাত্রী সংখ্যার চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবরাত্রি উপলক্ষে বৈষ্ণোদেবী যাত্রার জন্য দিল্লি-কাটরা বন্দে ভারত এক্সপ্রেস শীঘ্রই ফিরছে বলে জানিয়েছে রেল।
৩৯টি স্পেশাল ট্রেনের মধ্যে ২৬টি ট্রেনেই থাকবে স্লিপার কোচ এবং বাকি ১৩টিতে শুধু বসে যাত্রার ব্যবস্থা থাকবে ৷ যদিও এর মধ্যে ১৫টি ট্রেন সপ্তাহে একদিন চলবে ৷ রেলওয়ে তরফে জানানো হয়েছে, এই ৩৯টি ট্রেনের মধ্যে ৬টি সপ্তাহে ২দিন চলবে ৷ এছাড়া ৭টি ট্রেন রয়েছে তালিকায়, যেগুলি রোজই চলবে ৷ বাকিগুলি সপ্তাহে চার থেকে তিন দিন চালানো হবে ৷
রেলওয়ের ঘোষণা মতো এই ৩৯টি ট্রেনের মধ্যে রয়েছে ৩টি রাজধানী এক্সপ্রেস ৷ যা নয়াদিল্লি থেকে ডিব্রুগড় এবং নিজামুদ্দিন থেকে মুম্বই রুটের মধ্যে চলবে ৷ চালানো হবে দুরন্ত এক্সপ্রেস ও শতাব্দীর মতো ট্রেনও ৷
রেলওয়ের দেওয়া হিসেব অনুযায়ী মোট ৮টি শতাব্দী এক্সপ্রেস নামবে ট্র্যাকে ৷ বেঙ্গালুরু থেকে চেন্নাই, মুম্বই সেন্ট্রাল থেকে আহমেদাবাদ, চেন্নাই-কোয়েম্বাটুর, নয়াদিল্লি-হবীবগঞ্জ, নয়াদিল্লি-অমৃতসর, নয়াদিল্লি-দেরাদুন এবং হাওড়া-রাঁচি রুটে চলবে শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেন।