নয়াদিল্লি: নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে মোট আক্রান্ত হয়েছেন ১৭ লক্ষ ৫০ হাজার ৭২৪ জন। এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৫ লক্ষ ৬৭ হাজার ৭৩০ টি। সুস্থ হয়ে উঠেছেন ১১ লক্ষ ৪৫ হাজার ৬৩০ জন। মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৭ হাজার ৩৬৪ তে।
শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন আরো ৫৪ হাজার ৭৩৬ জন। মৃত্যু হয়েছে ৮৫৩ জনের।
অন্যদিকে মডেরেনা, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা নামক প্রভৃতি সংস্থাগুলি করোনার টিকা আবিস্কারে দ্রুত গতিতে কাজ করে চলেছে। এই সংস্থাগুলির তৈরী ভ্যাক্সিন খুব শীঘ্রিই ব্যবহারের জন্য বাজারে চলে আসতে পারে। ভারতেও দুটি ভ্যাক্সিন ক্যান্ডিডেট মানুষের উপর পরীক্ষা করা হচ্ছে।