কোভিড টিকা নিলেই বিমানে মিলবে ১০ শতাংশ ছাড়

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

লড়াই ২৪ ডেস্ক: কোভিড নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে এক নয়া উপায় বের করলো ইন্ডিগো এয়ারলাইন্স। কোভিড টিকা নেওয়া থাকলেই বিমান যাত্রায় মিলতে পারে ১০ শতাংশ ছাড়। বুধবার সংস্থার তরফে এই অফারের কথা ঘোষণা করা হয়েছে। ইন্ডিগোই প্রথম বিমান সংস্থা যারা এই অফার প্রথম বাজারে এসেছে। তারা জানিয়েছেন, তারা আশা করছেন তাদের এই অফার মানুষকে টিকা নেওয়ার জন্য উৎসাহিত করবে।

তবে এই ছাড় শুধুমাত্র পেতে পারবেন ১৮ এবং তার ঊর্ধ্ব বয়সের যাত্রীরা, যাঁরা টিকিট বুকিং-এর সময় ভারতে ছিলেন এবং দেশেই টিকা নিয়েছেন। সঙ্গে দেখতে হবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া টিকা শংসাপত্র। এছাড়াও আরোগ্য সেতু অ্যাপে টিকা নেওয়ার স্ট্যাটাস দেখতে হবে বিমানের চেক-ইন কাউন্টারে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আরও পড়ুন….. আরওয়ানা বিশ্বের সবচেয়ে দামী মাছ, কত জানেন?

প্রসঙ্গত, পয়লা জুন থেকে দেশের সমস্ত ঘরোয়া উড়ানের ভাড়া ৩০০ থেকে ১০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ঘরোয়া উড়ানের সর্বনিম্ন ভাড়া ১৩ শতাংশ থেকে বাড়িয়ে করে দেওয়া হবে ১৬ শতাংশ। এর জন্য ৪০ মিনিটের উড়ানের নিম্নতম খরচ ২ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে হয়ে যাবে ২ হাজার ৬০০ টাকা। ৪০ মিনিট থেকে ১ ঘন্টা উড়ানের ভাড়া বেড়ে হয়েছে ৩ হাজার ৩০০ টাকা। আবার ১ থেকে দেড় ঘণ্টায় উড়ানে ভাড়া হয়েছে ৪ হাজার টাকা এবং দেড় থেকে ২ ঘণ্টার জন্য খরচ ৪ হাজার ৭০০ টাকা। আড়াই থেকে ৩ ঘণ্টা এবং ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টার জন্য ভাড়া বেড়ে হয়েছে যথাক্রমে ৬ হাজার ১০০ ও ৭ হাজার ৪০০ টাকা। ভাড়া বাড়ানোর পাশাপাশি ঘরোয়া বিমানের যাত্রীসংখ্যা ৮০ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করা হয়েছে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment