আর কত? চিনা সুতোয় আটকে আহত কোকিল

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

নদীয়া: ঘুড়ির চীনা মাঞ্জা সুতোয় আটকে পড়া কোকিল পাখি গুরুতর আহত! বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে পাখিটিকে উদ্ধার করা হয়। তারপর বনদপ্তরে সমর্পণ করা হয়। প্রশাসনিক বাধা থাকলেও তাকে না মেনে বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি উড়িয়েছে অনেকেই, তাতে চিনা সুতোর ব্যবহারও হয়েছে।

গাছ বা রাস্তায় পড়ে থাকা সুতির সুতো বৃষ্টিতে ভিজে কিছুদিন বাদে নষ্ট হয়ে গেলেও চিনা সুতোর জন্য অনেক পশু-পাখি আহত হচ্ছে। এমনই এক ঘটনা ঘটেছে নদিয়ার ধুবুলিয়ার ধুবলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

বিদ্যালয়ে তখন শ্রেণিকক্ষ রং-এর কাজ চলছিল। তখন প্রধান শিক্ষক লক্ষ্য করেন বিদ্যালয়ের বটগাছের উপরের দিকে পাখিরালয়ে আটকে আছে একটি পাখি। প্রসঙ্গত, আম্ফানে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই গাছে কৃত্তিম বাসা বানিয়ে দেওয়া হয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মহম্মদ খান জানান, আহত ওই পাখিটিকে বটগাছের উপর থেকে প্রাক্তন ছাত্র সফিকুল ইসলামের নামিয়ে আনে। তারপর সুতো ছাড়ানো হয় ও কিছু শুশ্রূষা করা হয়। শেষে বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প প্রোগ্রাম অফিসার ও শিক্ষক দীপ কুমার রায়ের মাধ্যমে কৃষ্ণনগরের বনদপ্তরে পাখিটি রাখা হয়।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment