নয়াদিল্লি: ভারতে টিকটিকের মতোই একটি ফিচার লঞ্চ করছে ইনস্টাগ্রাম। যার নাম হল Reels | কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে রিলিস ফিচার টেস্টিং এর পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছিল।
প্রকৃতপক্ষে ভারতে টিকটক ব্যান হওয়ার পর বেশ কিছু ভারতীয় অ্যাপ টিকটকের জায়গা নিতে উঠে এসেছে। এবার ইনস্টাগ্রামও ভারতে টিকটক ব্যান হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে নিজের ইনস্টাগ্রাম রিলস ফিচারটিকে জনপ্রিয় করার প্রচেষ্টায় আছে ।
ফিচারটি টিকটক এর থেকে অনেকাংশে আলাদা । ইনস্টাগ্রাম রিলস ফিচারটি ইনস্টাগ্রাম অ্যাপ এর ভিতরেই থাকবে । অর্থাৎ আলাদা করে আপনাকে কোনাে অ্যাপ ডাউনলােড করতে হবেনা । গতবছরই কোম্পানি ফিচারটি নিয়ে এসেছিল তবে তা কয়েকটি বিশেষ মার্কেটের জন্য ।