১৫ই জুলাই পর্যন্ত বাতিল আন্তর্জাতিক বিমান
নিউদিল্লি: রেলের পর এবার বিমান। আনলক পর্ব চললেও যথাসম্ভব সতর্কতা অবলম্বন।ঘরোয়া বিমান চললেও, আন্তর্জাতিক বিমান ১৫ জুলাই পর্যন্ত বাতিল থাকবে বলে জানাল কেন্দ্র।
মূলত দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, দেশজুড়ে আনলক ফেজ ওয়ানেও একের পর এক রেকর্ড ভেঙে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতি তে দেশের কোনো কোনো রাজ্যে এখনও লকডাউন পালন করে চলছে, কিছু ক্ষেত্রে ছাড়ের মাধ্যমে।
তবে পরিস্থিতি মোকাবিলায় নানান সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে কেন্দ্র-রাজ্য সরকারের তরফে।
ইতিমধ্যেই রেলের তরফে জানানো হয় যে, ১২ আগস্ট পর্যন্ত দেশের মধ্যে সর্বত্র সব ধরণের যাত্রীবাহী ট্রেন বাতিল থাকবে।