ফের ছড়াচ্ছে উত্তেজনা, ৩ দিন বন্ধ ইন্টারনেট

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

internet block due to farmer protest

নয়াদিল্লি: দিল্লির ৩ সীমান্তে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে আসছেন শিরোমনি অকালি দল ও ভারতীয় কৃষক ইউনিয়নের সদস্যরা। ফলে দিল্লি সীমান্তে ফের তৈরি হচ্ছে উত্তেজনা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এ বার আন্দোলনে রাশ টানতে শুক্রবার ২৯ জানুয়ারি সকাল ১১টা থেকে রবিবার অর্থাৎ ৩১ জানুয়ারি বেলা ১১টা পর্যন্ত সিঙ্ঘু-গাজিপুর-টিকরি সীমান্ত-সহ পার্শ্ববর্তী এলাকায় ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, “সাধারণ মানুষের স্বার্থে এবং তাঁদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮৮৫ সালের ইন্ডিয়ান টেলিগ্রাফ আইন (Indian Telegraph Act, 1885) অনুযায়ী এই সিদ্ধান্ত বলবৎ করা হচ্ছে।”

অন্যদিকে হরিয়ানা সরকার ১৪টি জেলায় ৩০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। তবে ইন্টারনেট পরিষেবা ১৭টি জেলা থেকে ১৪টি জেলায় নিয়ে এসেছে সরকার।

হরিয়ানার এই ১৪টি জেলা হল, অম্বালা, যমুনা নগর, কুরুক্ষেত্র, কর্নাল, কৈঠাল, পাণিপথ, হিসার, ঝিন্দ, রোহতক, ভিওয়ানি, চরখি দাদরি, ফতেহাবাদ, রেওয়ারি এবং শিরসা। নির্দেশানুযায়ী একমাত্র ফোনে কথা বলা যাবে এই সব এলাকাতে। হরিয়ানা সরকার এর আগে সোনিপথ, পলওয়াল ও ঝাঁঝরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছিল। দিল্লি ও সংলগ্ন এলাকায় কৃষকদের আন্দোলন চলছে বলে এই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হরিয়ানা সরকার।

internet block due to farmer protest

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment